Breakingকোলাঘাটব্রেকিং নিউজশীর্ষ খবর

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের এক এবং দু’নম্বর চিমনি ভাঙলো বিদ্যুৎ দপ্তর

নিউজ বাংলা ডেস্ক : কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিম বঙ্গের একটি বড় তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি কলকাতা থেকে ৫৫ কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মেছেদায় অবস্থিত।

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র (KTPP) ভারতের ষষ্ঠ পরিকল্পনাকালে ( ১৯৮০-৮৫ ) প্রতিষ্ঠিত হয়েছিল। যখন কেন্দ্রটি প্রথম চালু হয় তখন KTPP-তে মাত্র একটি ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট ছিল। কেন্দ্রটির প্রথম সম্প্রসারণ ঘটে ১৯৮৫ সালে, যখন দুটি পর্যায়ে অতিরিক্ত পাঁচটি ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট যার প্রথম ও দ্বিতীয় ইউনিট মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই ইউনিট চিমনি আজ ভেঙে ফেলা হয় । অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দুটি চিমনি ভেঙে ফেলা হয়, ৬টা চিমনির মধ্যে ২টা ভেঙে ফেলা হয়েছে আজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *