Breakingতমলুকপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজশীর্ষ খবর

যোগ্য শিক্ষক শিক্ষা কর্মীদের চাকুরী ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলা ডিআই অফিসে। বিক্ষোভে সামিল চাকুরী হারারা।

নিউজ বাংলা ডেস্ক : গতকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি বাতিল শিক্ষক শিক্ষা কর্মীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন তাদের চাকরি যাবে না। পুনরায় কাজে যোগ দিতে বলা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশ স্কুলে শিক্ষক শিক্ষাকর্মীদের অনুপস্থিতি দেখা যায়। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক অফিসে বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হয়।

 

সম্প্রতি সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনে ২০১৬ এর প্রথম এসএসসি প্যানেল বাতিল নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে তা নিয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির পক্ষ থেকে বিক্ষোভের পাশাপাশি যোগ্য শিক্ষক শিক্ষা কর্মীদের বেতন চালু রাখতে হবে, এই প্যানেলে দুর্নীতির সঙ্গে যুক্ত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে যখন তখন ছুটির নির্দেশিকা বাতিল করতে হবে।

অনুপ কুমার জানা, পাঁশকুড়া ব্লকের আমদান তেজস বিদ্যালয়ের শিক্ষক বলেন কিসের ভিত্তিতে আমরা বিদ্যালয়ে যাবো? একজন যোগ্য শিক্ষক হয়ে যাবো না অযোগ্য? আমাদের বেতন কন্টিনিউ থাকবে না, ভলেন্টিয়ার সার্ভিস দিতে কিসের ভিত্তিতে যাবো? এটা একটা বোগাস আইডিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এই দাবি কখনোই মানা যায় না। যারা যোগ্য শিক্ষক তার নির্দিষ্ট রূপরেখা দিয়ে আমাদের স্বস্থানে ফিরিয়ে দিতে হবে। যোগ্য এবং অযোগ্যর লিস্ট তৈরি করে, যাতে করে যোগ্যদের যেমন সার্ভিস কন্টিনিউ থাকবে এবং তাদের সম্মান হানি যাতে কোনভাবেই না হয় সেই বাস্তবায়িত রূপ যতক্ষণ না আমরা দেখাতে পারবে আমরা স্কুলে যাচ্ছি না। এর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করতে চাইছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *