রাজ্যশিক্ষাশীর্ষ খবর

রাজ্যের ১১ টি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল তথা আচার্যের অস্থায়ী উপাচার্য নিয়োগ বৈধ, জানিয়েছে কলকাতা হাইকোর্ট

নিউজ বাংলা লাইভ: রাজ্যের ১১ টি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোসের অস্থায়ী উপাচার্য নিয়োগ বৈধ বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে। কলকাতা, যাদবপুর, কল্যাণী, বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, ডায়মন্ড হারবার মহিলা, কাজী নজরুল, বাবাসাহেব আম্বেদকর, সিধু কানহু বিরসা ও সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। তাঁদের মধ্যে দশজন দায়িত্ব গ্রহণও করেন। এরপর রাজ্যপালের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের অভিযোগ করে সেই উপাচার্যদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বন্ধ রাখার কথা জানায় রাজ্য সরকার। রাজ্যপালের অস্থায়ী উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ই জুন কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। তার অভিযোগ ছিল, রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা না করেই উপাচার্যদের নিয়োগ করেছেন আচার্য।

গতকাল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ তাঁদের রায়ে জানিয়েছে, এই নিয়োগ বৈধ। ওই উপাচার্যদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা অবিলম্বে দেওয়ার জন্যও সরকারকে নির্দেশ দিয়েছেন ডিভিশন বেঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *