পশ্চিম মেদিনীপুরবিনোদন

ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের চাহিদা মেটাতে ও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবির আয়োজিত হল কেশিয়াড়ী ব্লকের খাজরাতে ।

নিজস্ব প্রতিনিধি,কেশিয়াড়ি:-ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের চাহিদা মেটাতে ও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবির আয়োজিত হল কেশিয়াড়ী ব্লকের খাজরাতে । শনিবার খাজরা পল্লীপ্রাণ ক্লাবের উদ্যোগে খাজরা প্রাথমিক বিদ্যালয়ে শিবির সংগঠিত হয়। খড়গপুর মহকুমা হাসপাতাল ও ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিনের এই শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। বর্তমান প্রবল রক্তের সংকটকালে রক্তের চাহিদা মেটাতে এই মহতী রক্তদান শিবিরের আয়োজন বলে জানান উদ্দোক্তারা। রক্তদাতাদের উৎসাহ দিতে পরিবেশ বাঁচানোর লক্ষ্যে প্রত্যেক রক্তদাতার হাতে রক্ত চন্দনের চারাগাছ তুলে দেওয়া হয় এদিন। সারাবছরই নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি, মনীষী স্মরণ সহ নানান কর্মসূচি নিয়ে থাকে এই সংস্থা। সমাজকল্যাণমূলক কর্মসূচির আয়োজন হিসেবে এদিনের এই উদ্যোগ বলে জানান উদ্দোক্তারা। মানুষের পাশে থাকার বার্তা দিয়ে নানান সমাজকল্যাণমূলক কাজে অংশ নেন সকলে। তারই ধারাবাহিকতায় এদিনের এই কর্মসূচী বলে জানানো হয়েছে। উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ মুর্ম্মূ, কেশিয়াড়ী থানার আই সি উদয়শংকর মন্ডল, শিক্ষা কর্মাধ্যক্ষ মামণি মান্ডি, কেশিয়াড়ী ব্লক ভূমি দপ্তরের আধিকারিক সহ ক্লাবের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *