খেলাধুলাব্রেকিং নিউজহলদিয়া

বিশ্বকাপে সেজে উঠেছে হলদিয়া, খুশির আমেজে ধরা দিলেন তৃণমূল নেতৃত্ব কুণাল ঘোষ

নিউজ বাংলা টুডে: সন্ধ্যা পেরোলেই বিশ্বকাপের ফাইনাল। খুশির আমেজে সেজে উঠেছে চারিদিক। ফুটবল প্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। বিশেষত আর্জেন্টিনা সাপোর্টারদের খুশির আমে যে সেজে উঠেছে চারিদিক। একদিকে যেমন ফাইনালে আর্জেন্টিনার খেলা, অন্যদিকে তেমন আর্জেন্টিনা হিরো মেসির শেষ বিশ্বকাপ, তাই ভক্তদের উত্তেজনা বাড়ছে ক্রমশই। আর ঠিক এমনই বিশ্বকাপের খুশির আমেজে দেখা গেলো তৃণমূলের দাপুটে নেতা কুণাল গোষকে। এবারের মেসির হাতেই উঠবে ওয়ার্ল্ড কাপ এমনটাই আশাবাদী আর্জেন্টিনার প্রতিটি ভক্ত। আর এবারের বিশ্বকাপে অন্যভাবে সেজে উঠলো হলদিয়া। আর হলদিয়ায় এই খুশির আমেজে সাত সকালে আর্জেন্টিনার জার্সি পরে দেখা গেলো স্বয়ং কুণাল ঘোষকে। তৃণমূলের দাপুটে নেতাকে দেখা গেলো এক অন্য রূপে। আর্জেন্টিনার সাপোর্টের শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র হলদিয়ায় চলছে জোরদার তোড়জোড়। মেসির ছবি লাগানো ব্যানার আর্জেন্টিনার পতাকা সহযোগে সেজে উঠেছে হলদিয়া। পাশাপাশি বিশ্বকাপ কে সামনে রেখে আয়োজিত হয়েছে বিশাল ফুটবল টুর্নামেন্টের। সকাল থেকেই মহা ধুমধামে চলছে আয়োজন। বলা ভালো গোটা হলদিয়া যেন মেতে উঠেছে ফুটবল মরশুমে। বেশ অনেকদিন পর একটা ভালো ম্যাচ দেখার আশা রয়েছে সকলেরই।

হলদিয়া আয়োজিত ফুটবল টুর্নামেন্ট যেন সহায়তা করছে সেই আমেজকেই বেশি করে ধরে রাখতে। হলদিয়া ড্যাম ক্লাবের সুন্দর আয়োজনে খুশি সকলে। সকাল থেকেই অনুষ্ঠান প্রাঙ্গনে রয়েছে মানুষজনের ভিড়। একদিকে যেমন দিনের বেলায় সুন্দর পরিবেশ আর অন্যদিকে সন্ধ্যাবেলায় টান টান উত্তেজনা, সব মিলিয়ে বলা ভালো হলদিয়ায় বিশ্বকাপের প্রভাব পড়েছে চরম। হলদিয়ায় আজ অত্যন্ত আনন্দের সাথে মাঠে উপস্থিত থাকতে দেখা গেল বিশেষ অতিথি তৃণমূল নেতা কুণাল ঘোষকে। বিশ্বকাপের এই খুশির আমেজে বলে পা মিলিয়ে মাঠে ফুটবল খেলতেও দেখা গেল তাঁকে। ভারতীয় পতাকা উত্তোলনের পর নিজ বক্তৃতা দেন তিনি। বলেন, কিশোর বয়স থেকেই তিনি আর্জেন্টিনার চরম ভক্ত, তাই বাকি সবার মতই আজকে ,অনেকদিন পর একটা ভালো ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন তিনিও। মেসির হাতেই উঠে আসুক বিশ্বকাপ এমনটাই ইচ্ছে তাঁর। এখন সকলের লক্ষ্য একটাই – সন্ধ্যার পড়লেই দেখতে হবে সেরার সেরা ম্যাচ, বিশ্বকাপের ফাইনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *