উত্তর দিনাজপুরশীর্ষ খবর

বর্তমানে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বিকল্প পদ্ধতিতে ‘সোলার সেচ পাম্প’এর উদ্যোগ নিয়েছে ভারত সরকার

নিজস্ব প্রতিনিধি,উত্তর দিনাজপুর: ফসল উৎপাদনে সেচ একটি অন্যতম বিষয়। এই সেচ প্রদানের জন্য ডিজেল বা বিদ্যুৎ ব্যবহারে রবিশস্য উৎপাদনে অনেক খরচ বেশি। বর্তমানে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বিকল্প পদ্ধতিতে ‘সোলার সেচ পাম্প’-এর মাধ্যমে সুবিধা নিচ্ছেন এখন উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা।

ভারত সরকারের পক্ষ থেকে সোলার বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়ায় সেচের ব্যাপক উন্নতির পাশাপাশি লাভবান হচ্ছেন ভীষণভাবে কৃষকেরা। এখন আর বাড়তি খরচ তাঁদের দিতে হয় না পেট্রোল বা ডিজেল কিনতে। সম্পূর্ণ সৌর বিদ্যুতের মাধ্যমে তাঁরা এখন চাষাবাদ করছেন নিজেরদের জমিতেই। এমনই একটি চিত্র, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের জরং গ্রামে।

যেখানে দেখা গেল, পঞ্চায়েতের মহিলা প্রধান শিপ্রা বালা দেবশর্মা। তিনি নিজের জমিতে, নিজেই চাষ করছেন সোলার বিদ্যুৎ সেচের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *