Breakingতমলুকরাজনীতিশীর্ষ খবর

নেতাকে অবিলম্বে মুক্তির দাবিতে তমলুক ব্লকের সমস্ত নেতৃত্ব অভিষেক ব্যানার্জির নিকট পদত্যাগ

নিউজ বাংলা লাইভ : জেলা পরিষদের কর্মদক্ষ তথা তৃণমূল নেতা সোমনাথ বেরা কে অবৈধভাবে গ্রেফতার এবং মুক্তির দাবিতে একযোগে তমলুক ব্লকের সমস্ত তৃণমূল অঞ্চল সভাপতি ও সমস্ত সংগঠনের সভাপতিরা পদত্যাগ পত্র পাঠালো অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছে।

তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অফিসের সামনে বিক্ষোভ।চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তমলুকের তৃণমূল নেতা সোমনাথ বেরাকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় তমলুকের মানিকতলার দলীয় কার্যালয়ে এসে ক্ষোভ উগরে দেন তার অনুগামীরা।প্রসঙ্গত, চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সোমনাথ বেরার বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গ্রামবাসীদের আশ্বস্ত করে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা জেলা তৃণমূল নেতা সোমনাথ বেরার বিরুদ্ধে ক্রমশই ক্ষোভ বাড়ছিল। স্বাভাবিক কারণেই বিগত বেশ কয়েকদিন ধরেই এই সোমনাথ বেরার আসন্ন পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূলের টিকিটের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয় নিয়েও সংশয় বাড়ছিল।চাপের মুখে পড়ে একরকম প্রায় কোণঠাসা হয়ে পড়েছিলেন সোমনাথ। এমন পরিস্থিতিতে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করে জেলা নেতৃত্ব। আর তাতেই বর্ষিয়ান তাবড় এই তৃণমূল নেতার নাম না থাকায় ক্ষুব্ধ হন সোমনাথ।এরপর এদিন বিকেলে ফের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে সোমনাথ বেরাকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ।এই ঘটনার খবরে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে। দলনেতার এই গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তমলুকের মানিকতলায় এদিন সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে এসে ক্ষোভ উগরে দেন তার অনুগামীরা।তৃণমূলের তমলুক ব্লক কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ কুমার বর্মন বলেন,দলীয় নেতাকে গ্রেফতারের প্রতিবাদে তমলুক ব্লকের সমস্ত সকাল সংগঠনের নেতৃত্বরা একযোগে পদত্যাগ করলাম।তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ বলেন,চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সোমনাথ বেরাকে।ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *