ইতিহাসে আজকের দিনে

নিম্নমানের রাস্তা ! কাজ বন্ধ করালো স্থানীয় বাসিন্দারা।

সদ্য পেরিয়েছে ভোট। ভোটের ফলাফলের এখনও অনেক দেরি। এই ভোট আসার আগে একাধিক প্রতিশ্রুতি থাকে রাজনৈতিক দলগুলির। কিন্তু ভোটের পর যেই কে সেই। তখন আর কাউকে পাওয়া যায় না। আর সমস্যায় দিনে দিনে জর্জরিত হতে থাকেন এলাকার বাসিন্দারা।এই ছবি কিন্তু নতুন নয়।

বিভিন্ন জায়গার এ এক চেনা ছবি। এরকমটাই এবার দেখা গেল আলিপুরদুয়ারে। নিম্নমানের কাজের অভিযোগে বঞ্চুকামারি এলাকায় নতুন রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দারা।বৃহস্পতিবার আলিপুরদুয়ার ১ নাম্বার ব্লকের বঞ্চুকামারি এলাকায় রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেয় এলাকার স্থানীয় বাসিন্দারা। জানা যায় বেশ কয়েকদিন ধরে বঞ্চুকামারি এলাকা থেকে কালচানি নদী পর্যন্ত ৪ কিলোমিটার প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ শুরু করে বরাত পাওয়া ঠিকাদারের কর্মীরা।

সেই সময় রাস্তা তৈরীর জন্য নির্দিষ্ট পাথর ব্যবহারের বদলে অন্য পাথর ব্যবহার করতে দেখে স্থানীয় বাসিন্দারা। একাধিকবার এই বিষয়ে ঠিকাদারের দৃষ্টি আকর্ষণ করলেও একই রকম ভাবে নিম্নমানের পাথর দিয়ে সেই রাস্তা তৈরীর কাজ চালাতে থাকে ঠিকাদাররা। ঠিকাদার কথা শুনছে না দেখে প্রতিবাদের পথ বেছে নেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *