কোচবিহারঝাড়গ্রামশীর্ষ খবর

গোপীল্লভপুরের সাঁকরাইল ব্লকে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অংশ নিলেন সভাধিপতি মাধবী বিশ্বাস

সৌমেন আদক, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার সাঁকরাইল ব্লকের আন্ধারী অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি রূপায়ণের জন্য দিদির দূত হিসাবে জনসংযোগ। ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস। সোমবার দিদির দূত হিসাবে দক্ষিণ দাঁড়িয়া শিব মন্দিরে গিয়ে প্রার্থনা করার পর রাধাকান্তপুর গ্রাম, গড়ধরা প্রাথমিক বিদ্যালয়, গড়ধরা গ্রাম, পাথরপাড়া গ্রাম, হরিপুরা গ্রাম, আন্ধারী গ্রাম পঞ্চায়েত কার্যালয়, এছাড়াও রামানন্দপুর গ্রামে কর্মী সম্মেলন এবং আন্ধারী অঞ্চল তৃণমূলের কার্যালয়ে কর্মীদের নিয়ে আলোচনা।

সন্ধ্যায় বৈঞ্চা গ্রামে পৌঁছান তৃণমূল নেতৃত্ব এই গ্রামেই এক তৃণমূল কর্মীর বাড়িতে রাত্রি যাপন করবেন সভাধিপতি সহ তৃণমূল নেতৃত্ব। আন্ধারী অঞ্চলের একাধিক গ্রাম ঘুরে দেখেন তৃণমূল নেতৃত্ব। ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস এর সঙ্গে ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউৎ, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য ভাগবত মান্না, আন্ধারী অঞ্চলের সভাপতি প্রনব ধাউড়িয়া সহ আরো অনেকে। তাঁরা দিদির দূত হিসাবে ওই এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং তাঁদের অভাব অভিযোগ গুলি বিবেচনা করার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *