Breakingপাঁশকুড়া

DYFI উদ্যোগে পাঁশকুড়ায় রক্তদান

Newsbanglalive desk: তীব্র দাবদাহে মাসের পর মাস জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ। রেমালের জেরে সাময়িক মিললেও ফের অস্বস্তিতে জেলা গুলি। রৌদ্রের জেরে ক্রমশই বাড়ছে তাপমাত্রার পারদ, সঙ্গে বাড়ছে অসুস্থতাও। সমীক্ষা অনুযায়ী এবারের গ্রীষ্মে তা বেড়েছে আরো অনেকটাই। তাই স্বাভাবিকভাবেই বাড়ছে রক্তের চাহিদা। আর এহেন বিপদের কথা মাথায় রেখেই আজ ডিআইএফআই কর্মীদের উদ্যোগে পাশকুড়ায় আয়োজিত হলো রক্তদান শিবির।

গরমকে উপেক্ষা করে দলে দলে সকলেই করেছেন স্বেচ্ছায় যোগদান। DYFI পাঁশকুড়া বাজার লোকাল কমিটির অন্তর্গত DYFI হাউর ইউনিটের উদ্যোগে করা হয় আয়োজন। প্রয়াত কমরেড প্রতাপ মান্না, কমরেড মোহন চাঁদ ঘোড়াই ও কমরেড বিনোদ বিহারী পাড়ুইয়ের স্মরণে চলে অনুষ্ঠান। তবে স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগদান করেন দলের লোকজন ছাড়াও স্বতস্ফূর্ত মানুষজন। ডিআইএফআইের উদ্যোগে রবিবার জগন্নাথচক শিশু শিক্ষা কেন্দ্রে চললো স্বেচ্ছায় চললো রক্তদান শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *