ব্রেকিং নিউজময়না

২১৩ বছরের দক্ষিন ময়না ডাঙ্গীসাই কালী মায়ের শুভ উদ্ধোধন

নিজস্ব প্রতিনিধি, দক্ষিন ময়না ডাঙ্গীসাই কালী মায়ের প্রথম পূজো আরম্ভ হয় বাংলার ১২১৫ সালে ৷ এই বছর এই কালীপূজো ২১৩ বছরে পদার্পণ করল ৷ আজ ২৫ মাঘ বিকেল চারটেই ব্যান্ড পার্টি সহযোগে গ্রাম পরিক্রমা করা হয়৷ রাত সাড়ে ঌটার ঘট উত্তোলন করা হয় ৷ ভক্তসমাগমের ঢল নেমেছে ৷ পুজো কমিটির পক্ষ থেকে উপস্থিত আছেন পুজো কমিটির সভাপতি অনাদ বন্ধু দাস, সম্পাদক ডঃ বলাইচাদ’ দাস ,গ্রাম পঞ্চায়েতের সদস্য বুদ্ধদেব পড়্যা সহ অন্যান্য সদস্যবৃন্দ । পরিদর্শনে আসেন ময়না ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান নামিতা দোলায় মহাশায় ৷ ১০.৩০ মিনিটে সংকল্প করা শুরু হবে। রাত্রি ১২ টার কীর্তন সহযোগে মায়ের পূজো আরম্ভ হবে।সম্পূর্ণ করোনা বিধি মেনে কালী মাযের পূজো আরম্ভ হবে।

কাল ২৬শে মাঘ ৩০০ কেজি বাতাসা লুট দেওয়া হবে ৷ ২৭শে মাঘ ১২ বছরের কিশোরী মেয়ের ২৮ মাঘ শুক্রবার কলকাতার মুক্ত মঞ্জরী অপেরার যাত্রানুষ্টান অনুষ্ঠিত হবে। ৩০শে মাস রবিবার সন্ধ্যা ৬টার বিচিত্রানুষ্টান সংঘটিত হবে। ৫ই ফাল্পুন শুক্রবার দুপুর ১২ টায় শ্রী শ্রী কালী মাযের বিসর্জন সম্পন্ন হবে। করানার কারনে প্রতিবছর ১০-১২ হাজার গ্রামবাসীদের অন্মভোগের ব্যবস্থা থাকত তা এই বছর না হওয়ার পুজো কমিটি অত্যন্ত ব্যাথিত হৃদয়ে স্বীকার করে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *