পূর্ব মেদিনীপুরশীর্ষ খবরহলদিয়া

১৩০কোটি টাকা ব্যায়ে হলদিয়া বন্দরে অগ্নি-নির্বাপন ব্যাবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, হলদিয়া: ১৩০ কোটি টাকা খরচ করে ভারত সরকার হলদিয়া বন্দরের অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। আগামী মে মাসে এই কাজ শেষ হবে ও তা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। ৬১-তম জাতীয় অগ্নি নির্বাপণ দিবস উপলক্ষে আজ এক অনুষ্ঠানে হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার অভয় কুমার মহাপাত্র এই তথ্য দিয়ে জানান, বর্তমানে হলদিয়া বন্দরে ফায়ার টেন্ডারের সংখ্যা যথেষ্ট রয়েছে। প্রতিটি অয়েল জেটি এবং সামগ্রিক ডক এলাকার জন্য পাঁচটি সুসজ্জিত ফায়ার টেন্ডার সর্বদা কর্তব্যরত অবস্থায় থাকে।

ও.আই.এস.ডি.(OISD)-এর নির্দেশিকা নিয়ে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে তৃতীয় অয়েল জেটিতে আধুনিক মানের স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপণ ব্যবস্থার বাস্তবায়ণ হয়েছে। সম্পন্ন হয়েছে দ্বিতীয় আউটার টার্মিনালের অগ্নি নির্বাপণ ব্যবস্থার কাজও। প্রথম, দ্বিতীয় তৈলজেটি ও দুটি বার্জ জেটির অগ্নি নির্বাপণ ব্যবস্থার জন্য প্রায় 108 কোটি টাকা ব্যয় হয়েছে। খুব শীঘ্রই হতে চলেছে ডক অন্তর্ভুক্ত এলাকার ফায়ার হাইড্রেন্ট সহ অন্যান্য অগ্নি নির্বাপন ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ।

তিনি বলেন, এই ব্যবস্থা চালু হলে কোন জাহাজে আগুন লাগলে বন্দরের কন্ট্রোল রুম থেকে সেই আগুন নেভানো সম্ভব হবে।

অনুষ্ঠানে অগ্নি নির্বাপন বিভাগের কর্মীরা কুচকাওয়াজের মাধ্যমে অগ্নি নির্বাপণ-এর বিভিন্ন দৃশ্য পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *