মালদাস্বাস্থ্য

হাম ও রুবেলা নির্মূলে উদ্যোগী প্রশাসন, বছরের শুরুতেই হবে টিকাকরণ

নিজস্ব প্রতিনিধি, মালদা: হাম ও রুবেলা নির্মূলের উদ্দেশ্য নিয়ে মাঠে নামতে চলেছে প্রশাসন ও হাম ও রুবেলার টিকা দেওয়া শুরু হবে নতুন বছরে। আগামী ৯ জানুয়ারি থেকে হাম ও রুবেলার টিকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। ১০০ শতাংশ টিকাকরণ নিশ্চিত করতে কোমর বেঁধে নেমে পড়ছে প্রতিটি ব্লকের স্বাস্থ্য বিভাগ ও ব্লক প্রশাসন। বৃহস্পতিবার ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কালিয়াচক-‌১ ব্লকের আধিকারিকদের নিয়ে কালিয়াচকের নজরুল ভবনে এক বৈঠক হয়ে গেল। আগামী ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত হাম ও রুবেলার টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কিশোর-‌কিশোরীদের টিকা দেওয়া হবে। হাম ও রুবেলা ভাইরাস ঘটিত রোগ। এই দুটি রোগ নির্মূল করতে স্বাস্থ্য দপ্তরের উদ্যেগে টিকাকরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারি, বেসরকারি স্কুল প্রভৃতি নিয়ে বৈঠক হচ্ছে। যাতে কোনও শিশু, কিশোর-‌কিশোরী বাদ না পড়ে। এই টিকা সম্পূর্ণ নিরাপদ এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে এদিন কালিয়াচক ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়। এই নির্ধারিত বয়স সীমার বেশিরভাগ বাচ্চা স্কুলে পড়াশোনা করে। তাই স্কুলগুলোকে টার্গেট করেছে স্বাস্থ্য দফতর ও প্রশাসন। এতে সকল শিশুর টিকা দেওয়ার কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে। কালিয়াচক-‌১ ব্লকের এদিনের বৈঠকে বিদ্যালয়ের শিক্ষক-‌শিক্ষিকা থেকে সংশ্লিষ্ট দুইটি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক,ব্লকের বিএমওএইচ ডা:‌ শুভজিত বিশ্বাস, জয়েন্ট বিডিও সোমনাথ ঘোষ প্রমুখ উপস্থিতছিলেন।

বিএমওএইচ ডা: শুভজিত বিশ্বাস জানান, ‘‌আমাদের প্র‌ত্যেক বাচ্চা যাতে হাম ও রুবেলার টিকা পায়, সেই ভাবে আমরা এগোচ্ছি। আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করাতে হবে। সেই হিসেবে এদিন শিক্ষা দপ্তরের শিক্ষক-‌শিক্ষিকা, আধিকারিকদের নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। সবার সহযোগিতায় এই কর্মসূচির সফলভাবে সম্পন্ন হবে আশাপ্রকাশ করেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *