রাজনীতিহাওড়া

সুন্দরবন সফরে মুখ্যমন্ত্রী, দীর্ঘ দশ বছর পর পুনরায় যাত্রা

নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন: মঙ্গলবার বেলা ১১:৪৫ মিনিটে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রওনা দিলেন দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সফরের উদ্দেশ্যে। বেলা বারোটার মধ্যে হেলিকপ্টারে চড়ে তিঁনি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। মূলত রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় সংগঠনকে ফের চাঙ্গা করতেই জেলাসফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী চলতি মাসের মঙ্গলবার ২৯ নভেম্বর দু’দিনের সুন্দরবন সফরে রওনা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

যদিও বুধবার ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্য বিধানসভায় চলবে শীতকালীন অধিবেশন। ২৮ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠক সম্পন্ন হয়েছে। তার পরদিনই মুখ্যমন্ত্রীর সজনেখালি রওনা দেওয়ার কথা জানা যায়।মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে তৎপর জেলা প্রশাসনিক কর্তাব্যক্তিরা। সুন্দরবনের গোসাবাতে হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে। যদিও এর আগে শেষবার ২০১২ সালে সুন্দরবনের গোসাবাতে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবারও সরকারি অনুষ্ঠানেই গোসাবাতে যাচ্ছেন তিঁনি। প্রশাসনিক সূত্রে খবর, আগামী ২৯ এপ্রিল, মঙ্গলবার গোসাবার কাছারি ময়দানে একটি জনসভা করবেন। সেখানে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করার বিষয় রয়েছে বলেই প্রশাসন সূত্রের খবর। মঙ্গলবার রাতে তিনি সজনেখালিতে থাকবেন । মুখ্যমন্ত্রীর সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ নভেম্বর, মুখ্যমন্ত্রী ঠিক কোন কোন অনুষ্ঠানে যোগ দেবেন, তা এখনও নিশ্চিতভাবে জানানও হয় নি প্রশাসনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *