Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

সুইডেনে গবেষণা করতে গিয়ে রহস্যময় মৃ*ত্যু দুর্গাপুরের রোশনির!মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিউজ বাংলা লাইভ : দুর্গাপুর ; সুইডেনে গবেষণারত এক গবেষকের রহস্যময় মৃত্যু।মৃতা গবেষকের নাম রোশনি দাস। বছর ৩২ এর রোশনি দাসের স্কুলিং লাইফ দুর্গাপুরেই, এরপর বর্ধমান রাজ কলেজ থেকে জুওলজী অনার্স নিয়ে পড়াশোনা করার পর উড়িষ্যার ভুবনেশ্বর এ কলিঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকলোজি নিয়ে পড়াশোনা করেছিলেন। সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউরো নিয়ে পোস্ট ডক্টরেট করছিলেন রোশনি। পরিবারের সাথে শেষ বারের মতো কথা হয় গত মাসে ২৯ তারিখ, এরপর ৩০ তারিখ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু তখনো পর্যন্ত এই নির্মম পরিণতির কথা কিছু জানতে পারেনি পরিবার। এই মাসের ১২তারিখ সুইডেন দুতাবাস থেকে যোগাযোগ করা হয় ভারতীয় দুতাবাসের সাথে, সেখান থেকে দিল্লি এরপর কলকাতা ভবানী ভবন থেকে দুর্গাপুর থানায় যোগাযোগ করা হয়।তেরো তারিখ পরিবারকে দেওয়া হয় মৃত্যুর খবর, জানানো হয় এক আপার্টমেন্ট এর ভেতর থেকে রোশনির দেহ উদ্ধার হয়, গ্রেপ্তারও নাকি হয়েছে এক সুইডিশ নাগরিক। তবে কি কারণে মৃত্যু সেটা নিয়ে দ্বন্দ্বে গোটা পরিবার। বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া মৃতদেহ আনার জন্য উদ্যোগ নিয়েছেন। এখন পরিবার চাইছে

রোশনির মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তি হোক, আর মেয়ের দেহ যেন খুব তাড়াতাড়ি দেশে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *