মালদা

সীমান্তে বন্ধু হয়ে হাত বাড়ালো জাওয়ানরা

মালদা: সীমান্তে অতন্দ্র প্রহরীর মতন তারা পাহারা দিয়ে থাকেন। কোটি কোটি দেশবাসীকে সুরক্ষা দিয়ে থাকেন তারা। তাদের জন্যই রাত্রে নিশ্চিন্তের ঘুম ঘুমাই আমরা। অথচ বারবার বিভিন্ন কারণে তাদেরকে নানান প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হয়। তবে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এবার বিশেষ উদ্যোগ নিলেন সেনাবাহিনী। পুরাতন মালদার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে কেষ্টপুর বিএসএফ ক্যাম্পের সহযোগিতায় দুস্থ অসহায় মানুষদের জন্য বিএসএফ ১২ নম্বর ব্যাটেলিয়ানে তরফ থেকে অনুষ্ঠিত হল সিভিক অ্যাকশন প্রোগ্রাম।

এদিন এই সিভিক অ্যাকশন প্রোগ্রাম এ যোগ দিলেন বিএসএফ ১২ নম্বর ব্যাটেলিয়ানের ডিআইজি বিজয় কায়ারকার, বিএসএফ ১২ নম্বর ব্যাটেলিয়ন সিইও শ্রী দিলবাগ সিং, অ্যাসিস্ট্যান্ট কমেন্ডেন্ট আশিষ শর্মা সহ বিএসএফের অন্যান্য আধিকারিকরা।আজকের এই সিভিক অ্যাকশন প্রোগ্রামে এলাকার দুস্থ মানুষদের জন্য কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতে কষ্ট পাচ্ছেন এমন মানুষদের কম্বল বিতরণ করা হয়। সেই সঙ্গে এদিন দুস্থ খেলোয়াড়দের জন্য ভলিবল ও নানান রকম সামগ্রী বিতরণ করা হয়। মূলত মানুষ এবং বিএসএফের মধ্যে যোগাযোগ আরো সুদৃঢ় করতে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ ব্যাটেলিয়ানের কমেন্ডেন্ট এবং ডিআইজি ও উচ্চপদস্থ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *