জেলাব্রেকিং নিউজ

সাড়ে তিনশো বছর্রর প্রথা মেনে কালী দৌড় মালতীপুরে।

পার্থ ঝা,মালদা;

সাড়ে তিনশো পুরনো প্রথা মেনে কালী দৌড় মালদহের মালতীপুরে।মালদহের চাঁচল ২ নং ব্লকের মালতীপুর দুর্গা মন্দির প্রাঙ্গনে কালী দৌড়ের আসর বসে।মালতীপুরে কালী দৌড় দেখতে কয়েক হাজার দর্শকদের সমাগম হয়।

কালী দৌড় কমিটির সদস্য আদিত্য নারায়ন দাস জানিয়েছে,আজ থেকে সাড়ে তিনশো বছর আগে কালী দৌড়ের সূচনা করে ছিলেন চাঁচলের তৎকালীন রাজা শরৎ চন্দ্র রায় চৌধুরী।প্রথমে মোট দুটি কালীর দৌড় হত।একটে জমিদার পরিবারের এবং অপর একটি সাধারণদের।রাজা নিজে উপস্থিত থেকে কালী দৌড় করাতো।যারা জয় হত তাদের সর্নমুন্দ্রা দিয়ে পুরুস্কৃত করতেন রাজা বলে জানা গেছে।

আগে দুটি কালীর দৌড় হলেও এখন আট থেকে দশটি কালীর দৌড় হয়।পুরনো প্রথা মেনে কালী দৌড়ে আজও পাটকাঠির মোশাল জ্বালানো জালানো হয়।হিন্দুদেয পাশাপাশি বহু মুসলিম ভিড় জমায় কালী দৌড় দেখতে।

মালদা থেকে পার্থ ঝায়ের প্রতিবেদন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *