দেশস্বাস্থ্য

সর্বজনীন স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে আধুনিক চিকিৎসা পরিষেবা সম্পর্কিত বৈঠক

নিউজ বাংলা টুডে ডেস্ক: ভারত মনে করে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে আধুনিক চিকিৎসা পরিষেবায় চিরাচরিত রোগ নিরাময়ের পন্থাগুলিকে যুক্ত করা প্রয়োজন। ভারতের #G20 সভাপতিত্বের আওতায় লাক্ষাদ্বীপের বঙ্গারাম দ্বীপে আজ #Science20 প্রতিনিধি গোষ্ঠীর বৈঠকে Indian National Science Academyর সভাপতি অধ্যাপক আশুতোষ শর্মা বক্তব্য রাখার সময় বলেন। এর ফলে স্বাস্থ্য পরিষেবার উন্নতি হবে। মানসিক স্বাস্থ্য সংক্রান্ত অসুখের চিকিৎসার ক্ষেত্রে একটি শক্তিশালী নীতি গ্রহণ করার উপর তিনি গুরুত্ব দেন। সর্বাঙ্গীণ স্বাস্থ্য পরিষেবার সুবিধা যাতে প্রত্যেকে পান তা নিশ্চিত করতে হবে। দু’দিনের সম্মেলনে G-20 গোষ্ঠীর সদস্যরাষ্ট্রগুলির আটচল্লিশজন প্রতিনিধি অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *