ব্রেকিং নিউজভগবানপুর

সমাজ সংস্কারক ,বীর সন্ন্যাসী , স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মবার্ষিকীতে সংস্থার শুভ উদ্বোধন ও শিতবস্ত্র বিতরণের মধ‍্য দিয়ে পথ চলা শুরু করলো বিবেকানন্দ ইয়ুথ ফোরাম নামে একটি সংস্থা।

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নং ব্লকের কলাবেড়িয়া ও চড়াবাড় গ্রামে।

এদিন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ‍‍্যদিয়ে সংস্থার শুভ শুচনা করেন শ‍্যামপুর কলেজের অধ‍্যাপক তথা সংস্থার সভাপতি সুব্রত সি।

স্বামী বিকানন্দের জিবনি ও বানি আলোচনার মধ্যে দিয়ে সমগ্র অনুষ্ঠানটি হয়।

এই দিন সংস্থার পক্ষ থেকে ভগবানপুর কলাবেড়িয়ার বন‍্যা কবলিতে এলাকার ৩০০ জন মানুষের হাতে শিত বস্ত্র তুলে দেওয়া হয়

সংস্থার কর্মকর্তারা জানান আগামী দিনে সমাজের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে এই সংস্থার সমাজে পিছিয়ে পড়া দরিদ্র মানুষ থেকে সুর করে দুস্থ ছাত্র ছাত্রিদের পাশে থেকে সমাজসেবা মুলক কাজের মধ‍্যদীয়ে এই সংস্থা এগিয়ে যাবে।

এই দিন কোভিড বিধি মেনেই এ কর্মসূচি পালিত হয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সুব্রত সি, সমাজসেবি বিশ্বজিৎ ঘোড়াই, সংস্থার সম্পাদক প্রসেনজিৎ মাইতি, সহ সম্পাদিকা মহুয়া আচার্য‍্য,সহ সভাপতি মানস প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *