জেলারাজনীতিরাজ্যশীর্ষ খবর

সন্ত্রাস সৃষ্টির জন্য সিপিআইএম নেতা বাড়িতে বোমা মজুত করে রেখেছিল দাবি তৃণমূলের

নিউজ বাংলা লাইভ: পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নং ব্লকের সুদপুর পঞ্চায়েতের বিজনগর গ্রামে গত সন্ধ্যায় সিপিআইএমের এক নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণে আহত এক যুবক। তাকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তপন পাল নামে ঐ নেতাকে আটক করেছে

তিনি এলাকায় সিপিআইএমের প্রাক্তন উপপ্রধান ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, হঠাৎই বাড়ির ভিতর প্রবল আওয়াজ হয়

এবং চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তৃণমুল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাবি

ভোটে সন্ত্রাস সৃষ্টির জন্য সিপিআইএম নেতা, বাড়িতে ওই বোমা মজুত করে রেখেছিল। অসাবধানতা বসত তা’ ফেটে যায়। দলের পক্ষ থেকে বিষয়টি নির্বাচন কমিশনকে এব্যাপারে অবহিত করা বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *