ব্রেকিং নিউজমালদা

সঠিকভাবে ভাঙ্গন রোধের কাজের দাবিতে পথ অবরোধ বিজেপির।

নিজস্ব প্রতিনিধি ,মানিকচক:-মথুরাপুর শংকরটোলা বাঁধের কাজ অতি নিম্নমানের হচ্ছে অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল মানিকচক বিজেপি নেতৃত্ব। জানা গেছে,গতকাল অর্থাৎ বুধবার রাতে মানিকচকের মথুরাপুর শংকরটোলা এলাকায় প্রায় ১৫ মিটার এলাকা জুড়ে ভাঙ্গন দেখা দেয়।ফলে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।যদিও একই এলাকায় ২০১৮ সালে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছিল।নদীগর্ভে তোলিয়ে যায় একটি শিব মন্দির সহ কয়েকটি বাড়িঘর।স্থানীয় বাসিন্দারা বরাবরি দাবি করেন পাথর দিয়ে বাঁধ মেরামতের কাজ করতে হবে।প্রতিবছরি বর্ষার সময় প্রায় কোটি কোটি টাকা ব্যায়ে বালির বস্তা দিয়ে ভাঙ্গন রোধের কাজ করে থাকে সেচদপ্তর ফল সরূপ ভাঙ্গন।বৃহস্পতিবার সেই ভাঙ্গন রোধের কাজ অতিনিম্নমানের হচ্ছে এমনটাই অভিযোগ তুলে মথুরাপুর চৌরঙ্গী মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব।প্রায় ঘণ্টা খানেক সময় ধরে চলে অবরোধ ফলে যানজটের সৃষ্টি হয়।ঘটলাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ বাহিনী।পুলিশ প্রসাশনের তৎপরতায় উঠে যায় অবরোধ।উপস্থিত ছিলেন মথুরাপুর জেডপি ২৪ মন্ডল সভাপতি বিশ্বজিৎ মন্ডল,মালদা জেলা যুব মোর্চা নেতা সুভাষ যাদব,হরিদাস রায়,সন্তোষ মন্ডল সহ অনান্যরা।যদি সঠিকভাবে ভাঙ্গন রোধের কাজ হয় দাবি বিজেপি নেতৃত্বের।নইলে পরবর্তিতে বৃহওর আন্দোলনে নামার হুশিয়ারি দেন বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *