Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

শুভেন্দু-নওশাদ ‘অঙ্ক’ নিয়ে সরব ছিল তৃণমূল, এ বার নন্দীগ্রামের স্কুলের প্রশ্নেও তার উল্লেখ, বিতর্ক

নিউজ বাংলা লাইভ: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির যোগসূত্র নিয়ে অনেকদিন ধরেই সরব শাসক দল তৃণমূল। এরই মধ্যে সমাজমাধ্যমে ‘ভাইরাল’ হয়েছে দশম শ্রেণির অঙ্কের প্রশ্নপত্রের একটি প্রশ্ন। সেখানে উল্লেখ আছে, শুভেন্দু ও নওশাদ যথাক্রমে ১৫০০ ও ১০০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ব্যবসায় ৭৫ টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় (৪৫টাকা/৩০টাকা/ ২৫টাকা/৪০টাকা)। অর্থাৎ ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে পড়ুয়াকে। প্রশ্নপত্রে স্কুলের নাম হিসেবে উল্লেখ রয়েছে মহেশপুর হাই স্কুলের, এই নিয়ে যথেষ্ট উত্তাল রাজ্যের রাজনৈতিক শিবির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *