পশ্চিম মেদিনীপুরশীর্ষ খবর

শিবরাত্রি উপলক্ষে কেশিয়াড়ী ভসরাঘাটে সুবর্ণরেখা নদীতে ভক্তদের ঢল

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব আরাধনায় মেতে ওঠেন মানুষ। ধূমধামের সঙ্গে এই তিথিতে শিবরাত্রি উৎসব হিসেবে পালন করেন ভক্তপ্রাণ মানুষ। শনিবার শিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে কেশিয়াড়ির ভসরাঘাটের সুবর্নরেখা নদী থেকে জল নিয়ে বিভিন্ন মন্দিরে যেতে দেখা গেল। বহু মানুষ ভিড় জমিয়েছিলেন সুবর্ণরেখা নদীতে।

কেশিয়াড়ির বেলাড়, ধলবেলুন থেকে ভক্তরা ভসরাঘাটের সুবর্ণরেখা নদী থেকে জল নিয়ে ফিরতে দেখা গেল। তবে নদীতে বহু মানুষ স্নান করতে নামেন। নিয়ম মেনে পুজো করেন শিবের। ভক্তদের বক্তব্য, পুলিশ প্রশাসনের নজরদারি থাকলে ভালো হত। এলাকায় এদিন বহু মানুষ জড়ো হওয়ার ফলে নানা সমস্যার সম্ভাবনা তৈরি হয়। প্রশাসনের নজরদারির দাবি তুলেছেন তারা। যদিও এদিন তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *