দেশবিদেশবিশ্বকাপব্রেকিং নিউজশীর্ষ খবর

শামির ৭ উইকেট, কোহলি, শ্রেয়সের শতরান, ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে ভারত

নিউজ বাংলা লাইভঃ ইতিহাস রচনার পথে আর মাত্র ১ কদম পিছিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। বুধবার প্রথম সেমিফাইনাল ম্যাচে নিউ জিল্যান্ডকে তারা রানে পরাস্ত করেছে। এই ম্যাচে বিরাট কোহলি তাঁর আন্তর্জাতিক একদিনের ক্রিকেট কেরিয়ারে ৫০তম শতরান করেন। সেইসঙ্গে ভাঙলেন সচিনের সেঞ্চুরির (৪৯) রেকর্ডও। পাশাপাশি মহম্মদ সামিও ৭ উইকেট শিকার করেছেন। মোদ্দা কথা, টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের সামনে কিউয়িরা যে উড়ে গেল, তা বলা যেতেই পারে।১২ বছর আগে এই মাঠেই বিশ্বজয়। আজ সেই ওয়াংখেড়ে থেকেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করল ভারত। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির পর ইতিহাসের হাতছানি রোহিতের সামনে। বুধবার রাতে মায়া নগরী আরও মায়াবী বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, মহম্মদ শামির দাপটে। প্রথম দু”জনের শতরান। তৃতীয়জনের ৭ উইকেট। আরও একবার পরিত্রাতা বাংলার পেসার। বিশ্বকাপে সেরা বোলিং শামির।

বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে উঠে গেল ভারত। টুর্নামেন্টের শুরু থেকে অবিশ্বাস্য পারফরম্যান্সে ধারাবাহিক জয়ে সবার আগেই ফাইনালে ওঠে বিশ্বকাপের স্বাগতিকরা। বুধবার প্রথম সেমিফাইনালে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৯৭ রানের রেকর্ড গড়ে ভারত। টার্গেট তাড়া করতে নেমে ড্যারেল মিচেলের সেঞ্চুরি পরও ৪৮.৫ ওভারে ৩২৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।দলের হয়ে ১১৯ বলে ৯টি চার আর ৭টি ছক্কায় ১৩৪ রান করেন মিচেল। এছাড়া ৭৩ বলে ৮টি চার আর এক ছক্কায় ৬৯ রান করেন অধিনায়ক কেন উইলয়ামসন। এছাড়া ৩৩ বলে ৪১ রান করেন গ্লেন ফিলিপস। ভারতের হয়ে পেসার মোহাম্মদ শামি ৯.৫ ওভারে ৫৭ রানে ৭ উইকেট শিকার করেন। বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৯৭ রানের রেকর্ড গড়ে ভারত।বিরাট কোহলি ১১৩ বলে ৯টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১১৭ রান করেন। ওয়ানেডে ক্রিকেটের ইতিহাসে এদিন রেকর্ড ৫০তম সেঞ্চুরি হাঁকান তিনি। এতদিন ৪৯টি সেঞ্চুরি করে শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকার। কোহলির সেঞ্চুরির দিনে বিধ্বংসী ব্যাটিংয়ে ৬৭ বলে তিনটি চার আর ৮টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন শ্রেয়াস আইয়ার। তিনি ৭০ বলে ৪টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১০৫ রান করে ফেরেন।কোহলির ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরির দিনে দারুণ ব্যাটিং করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। শভমান ৬৬ বলের ৮টি চার আর তিনটি ছক্কায় ৮০* রানের অনবদ্য ইনিংস খেলেন। অধিনায়ক রোহিত শর্মার ২৯ বলের ৪৭ রানের ইনিংস খেলেন। এছাড়া ২০ বলে ৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেন লোকেশ রাহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *