কলকাতাপূর্ব মেদিনীপুররাজ্য

শহর কলকাতায় যত্রতত্র রাস্তার ধারে গাড়ি পার্কিং-এ রাস টানতে উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরসভা

নিউজ বাংলা টুডে ডেস্ক: শহর কলকাতায় যত্রতত্র রাস্তার ধারে গাড়ি পার্কিং-এ রাস টানতে উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। পুরসভার মাসিক অধিবেশনে গতকাল শহরে অবৈধ কার পার্কিং নিয়ে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অরূপ চক্রবর্তীর এক প্রস্তাবের ওপর বক্তব্য প্রসঙ্গে উদ্যান ও পার্কিং বিভাগের মেয়র পারিষদ দেবাশীষ কুমার এব্যাপারে কাউন্সিলরদের নজরদারি চালানোর পরামর্শ দেন। বেআইনি পার্কিং কারা করছেন সে সম্পর্কে কাউন্সিলরদের নিজ নিজ এলাকায় নজরদারী চালিয়ে পুরসভার সংশ্লিষ্ট বিভাগকে বেআইনি পার্কিং এর বিষয়টি জানাতে বলেছেন তিনি।

দেবাশিস বাবু জানান, শহর কলকাতায় রাস্তা ১৮ ফুট এর কম চওড়া হলে সেই রাস্তার ধারে কোনোভাবেই গাড়ী পার্কিং করা যাবে না। শহরে নাইট পার্কিং প্রসঙ্গে দেবাশিস কুমার বলেন, চলতি বছরে শহরে নাইট পার্কিং থেকে ২৫ লক্ষ টাকা পুরসভা আয় করেছে বলে দেবাশিস বাবু জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *