রাজ্যশীর্ষ খবর

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ইতিহাসে এই প্রথম ১-শো শতাংশ বুথকে স্পর্শকাতর ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন

নিউজ বাংলা লাইভ: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ইতিহাসে এই প্রথম ১০০ শতাংশ বুথকেই স্পর্শকাতর এবং সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করেছে। প্রতি বুথে আধা সামরিক বাহিনীর এক জওয়ানের সঙ্গে থাকবেন রাজ্য সশস্ত্র পুলিশের একজন কর্মী। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তায় পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করা হবে বলে জানিয়েছে কমিশন।

আগামীকাল ভোট নেওয়া হবে ৬০ হাজার ৫৯৩-টি বুথে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় ১ হাজার ৪৩-টি বুথে ভোট হচ্ছে না। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ রিপোর্ট উদ্ধৃত করে জানানো হয়েছে। যদিও খবর মিলেছে ১৭ জনের মৃত্যুর। সূত্রের খবর, রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনীর জন্য ব্যয় বাবদ ৩৫০ কোটি টাকা চেয়ে কমিশন কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে।আজ রাতের মধ্যেই ৬৯৮ কোম্পানী কেন্দ্রীয় বাহিনীর আসা নিশ্চিত হয়েছে। আসার কথা ৮২২ কোম্পানীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *