শীর্ষ খবর

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্য ৩১৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনীর জেলা ওয়াড়ি তালিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

নিউজ বাংলা লাইভ: রাজ্যে পঞ্চায়েত ভোটের নিরাপত্তা রক্ষায় দ্বিতীয় পর্যায়ে ধাপে ধাপে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। জেলাগুলিতে বাহিনী এসে পৌঁছানো মাত্রই। তাদের নির্বাচনী প্রক্রিয়ায় ব্যবহার করা হবে বলে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে। কোন জেলায়, কোন কেন্দ্রীয় বাহিনীর কত জন জওয়ান থাকবে, কমিশনের আবেদন অনুযায়ী তারও তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ওই তালিকা অনুযায়ী ১১ জেলায় পাঠানো হচ্ছে CRPF, ৬ জেলায় আসছে CISE, ৯ জেলায় আসছে BSF।

দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, নদীয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, বীরভূম‍ ও ঝাড়গ্রামে CRPE মোতায়েন থাকবে। দুই ২৪ পরগনায় পঞ্চায়েত ভোট সামলাবে BSF। একইভাবে সীমান্ত রক্ষা বাহিনী তথা বিএসএফ মোতায়েন থাকবে মুর্শিদাবাদ, হাওড়া, কোচবিহার, নদীয়া, মালদহ, দুই দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। এছাড়াও দুই বর্ধমানে মোতায়েন থাকবে সশস্ত্র সীমা বল SSB পুরুলিয়ায় ভোটসামলাবে CISF। কমিশন সূত্রের খবর, আজ যে ৩১৫ কোম্পানি বাহিনী আসার কথা, তার মধ্যে ২০০ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ছাড়াও ১২ রাজ্যের ১১৫ কোম্পানি সশস্ত্র পুলিশ রয়েছে। ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগেই এসেছিল। ইতিমধ্যে বিভিন্ন জেলায় রুট মার্চ করতে শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *