এগরাপূর্ব মেদিনীপুররাজনীতি

রক্তক্ষরণ রাজ্যের শাসকদলের, ঘাসফুল ছেড়ে সিপিএমে যোগদান

নিজস্ব সংবাদদাতা,এগরা:- বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। আর সেই পঞ্চায়েত ভোটের আগে উচ্ছ্বসিত বিরোধী শিবির। পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মন্ডলের গ্রেফতারের পর রক্তক্ষরণ অব্যাহত রাজ্যের শাসকদলের। বিরোধীরা ঘাসফুল শিবিরকে একইঞ্চিও জমি ছাড়তে নারাজ। পঞ্চায়েত ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করতে মরিয়া বিরোধী শিবির। ফের রক্তক্ষরণ অব্যাহত রাজ্যের শাসকদলের। এবার পূর্ব মেদিনীপুরে ঘাসফুলের ভাঙন ধরাল সিপিএম। এ দিন এগরা ২ ব্লকের বাথুয়াড়ীতে এক সভায় তৃণমূল ছেড়ে কয়েকশো মানুষ সিপিএমে যোগদান করে। নবাগত কর্মী-সমর্থকদের দলীয় পতাকা তুলে দেন সিপিএমের এগরা-২ ব্লকের বালিঘাই এরিয়া কমিটির সদস্য নাসের হোসেন বেগ। তিনি জানিয়েছেন, এ দিন বাথুয়াড়ী ও বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থকেরা সিপিএমে যোগদান করে। আগামীদিনে এগরা ২ ব্লকের শয়ে শয়ে শাসকদলের নেতা-কর্মীরা সিপিএমে যোগদান করবেন। তাঁরা তৃণমূলের লাগামছাড়া দূর্নীতি ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে আমাদের দলে যোগদান করেন। রাজ্যে এখন তৃণমূলের বিকল্প হল বামফ্রন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *