পশ্চিমবঙ্গরাজ্যশীর্ষ খবর

যুব প্রজন্মকে ব্যবসায় উৎসাহ দিতে নতুন স্টার্ট আপ নীতি তৈরি করল রাজ্য সরকার

নিউজ বাংলা টুডে ডেক্স:যুব প্রজন্মকে ব্যবসায় উৎসাহ দিতে রাজ্য সরকার নতুন স্টার্ট আপ নীতি তৈরি করছে। নতুন নীতিতে আগ্রহী ব্যক্তি বা সম্ভাবনাময় নতুন প্রতিষ্ঠানকে রাজ্য সরকার সহজ শর্তে অর্থ জোগাবে। এজন্য প্রাথমিকভাবে ২৫০ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা করা হয়েছে।

নবান্ন সূত্রে জানা গেছে, আর্থিক সহায়তার পাশাপাশি ব্যবসার সামগ্রিক পরিকাঠামো গড়তেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় রাজ্য। এ জন্য বিশেষজ্ঞ সংস্থাকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন স্টার্ট আপ নীতি রূপায়ণের ব্যপারে সিদ্ধান্ত নিতে সম্প্রতি নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয়। অর্থসচিব মনোজ পন্থ, ক্ষুদ্রশিল্প সচিব রাজেশ পান্ডে সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের শীর্ষ কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ক্ষুদ্রশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানিয়েছেন, ভবিষৎ ক্রেডিট কার্ডের পাশাপাশি নতুন স্টার্ট আপ প্রকল্পেও অনেকে উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *