ইতিহাসে আজকের দিনেব্রেকিং নিউজমালদা

মালদা জেলা প্রশাসনের পর এবার জেলা পরিষদের করোনা থাবা।

পার্থ ঝা,মালদা;

নিজস্ব প্রতিনিধি,পুলিশের মালদা রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়া করোনা আক্রান্ত হবার পর এবার কোনার থাবা মালদা জেলা পরিষদ। প্রশাসনিক সূত্রে করোনা আক্রান্ত মালদা জেলা পরিষদের কর্মী 31 জন। আপাতত বন্ধ করে দেয়া হলো জেলা পরিষদের দরজা। কর্মীরা ঘরে বসেই কাজ ছাড়বেন টেলিফোনে।

প্রশাসন সূত্রে খবর মালদা জেলার বিভিন্ন ব্লকের বিডিও রাও আক্রান্ত হয়েছে। তবে একই অবস্থা প্রশাসনিক ভবনেরও। ফলে এক রকম কাজকর্ম শিখেই উঠেছে। তবে আরও জানা যায় মালদা জেলার বিভিন্ন হাসপাতাল ডাক্তাররাও করণ আক্রান্ত। স্বপন মিশ্র মালদা জেলা পরিষদের এক সদস্য জানান আমরা প্রশাসনের নির্দেশ মেনে কাজ করছি। এবং কি খুব জরুরী কাজ থাকলে আমাদের অফিসে যাওয়ার নির্দেশ আছে। মালদা জেলায় হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে। এই ঘটনায় জেলা জুড়ে উদ্বেগ ছড়িয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে করোনা আক্রান্ত দুজন রোগী এখন ভর্তি আছেন।

মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *