এগরাপূর্ব মেদিনীপুরশীর্ষ খবর

মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে ১০ই মার্চ ধর্মঘটের সমর্থনে মিছিল

নিজস্ব প্রতিনিধি,এগরা: বর্ধিত হারে মহার্ঘ ভাতা (ডি এ) দেওয়ার দাবীতে শুক্রবার প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। বৃহস্পতিবার ধর্মঘটের দাবীকে সমর্থন জানিয়ে পূর্ব মেদিনীপুরের এগরায় সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়। এদিন এগরা থানার সামনে থেকে মিছিল শুরু হয়ে পুরো শহর পরিক্রমা করে এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ের সামনের এসে মিছিল শেষ হয়।

পশ্চিমবঙ্গ সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবী করা হয়েছে, উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়েই অবিলম্বে সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কর্মক্ষেত্রে স্বচ্ছভাবে সমস্ত শুন্যপদে স্থায়ী নিয়োগ করতে হবে। পাশাপাশি সরকারি কাজে অস্থায়ী কর্মীদের যোগ্যতা বজায় রেখে নিয়মিত করণ করতে হবে। এদিন পশ্চিমবঙ্গ সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রের সমানুপাতিক হারে মহার্ঘ ভাতা না দিলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১০ ই মার্চ রাজ্যের আন্দোলনরত সরকারি কর্মচারীরা যে ধর্মঘট ডেকেছেন তা কড়া হাতে মোকাবিলা করতে এদিন বিজ্ঞপ্তি জারি করে দিল নবান্ন। তাতে বলে দেওয়া হয়েছে, আগামীকাল অর্থাৎ ১০ মার্চ যারা অফিসে পূর্ণ সময়ে হাজিরা থাকবেন না বা দেবেন না তাঁদের চাকরিতে তা ‘সার্ভিস ব্রেক’ হিসাবে ধরে নেওয়া হবে। সেই সঙ্গে ‘শো- কজ’ নোটিশও জারি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *