Breakingশীর্ষ খবর

ভাঙর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য মোতায়েন বিশাল পুলিশ

নিউজ বাংলা লাইভ : ভাঙর; পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় অশান্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙর। মুড়ি-মুড়কির মতন এলাকায় চলেছিল বোমা-গুলি।মনোনয়নপত্র জমা থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচন মায় ভোট গণনা দিনও রক্ত ঝড়েছিল ভাঙরে।শাসক-বিরোধীদের মধ্যে সংঘর্ষে দফায়-দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে ১৪৪ ধারা জারি করা হয়েছিল গোটা এলাকা জুড়ে। পুলিশের অতি সক্রিয় ভূমিকা পালনের পর অবশেষে ভাঙর শান্ত হয়। বুধবার ভাঙরে চালতা বেড়িয়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন।আর এই বোর্ড গঠনকে কেন্দ্র করে নতুন করে এলাকায় যাতে না অশান্তি ছাড়ায় সেক্ষেত্রে আগে ভাগেই কড়া ব্যবস্থা নেয় বারুইপুর পুলিশ জেলার পুলিশ। বারুইপুর পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে ভাঙরে আবারও নতুন করে জারি হয়েছে ১৪৪ ধারা। এই ১৪৪ ধারা ১৩ তারিখ অর্থাৎ রবিবার মধ্যরাত পর্যন্ত বলবত থাকবে বলে জানা গিয়েছে। বোর্ড গঠনের জন্য পুলিশি বন্দোবস্ত জোরদার করা হয়।এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।জমায়েত দ্রুততার সাথে সরিয়ে দেয় পুলিশ।এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য এলাকায় চলছে পুলিশি টহলদারি।

চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে মোট ৩০ টি আসনের মধ্যে ১৮ টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা আর ১২টি আসনে জয়লাভ করেছে আইএসএফ। চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১০০ মিটারের মধ্যে কোন প্রকার জমায়েত করতে দেয়নি পুলিশ কর্মীরা। জমায়েত দেখলেই দ্রুত সেই ঘটনাস্থলে ছুটে গিয়েছে।বোর্ড গঠন প্রক্রিয়া যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় সেদিকে সকাক থেকেই নজর রেখেছিল পুলিশ।এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার মিস পুষ্পা বলেন,এলাকার প্রতিটি জায়গায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।এখনো পর্যন্ত কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। বোর্ড গঠন প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণভাবেই করা হচ্ছে গোটা এলাকায় ১৪৪ ধারা বলবত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *