Breakingরাজ্যশিল্প

বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে ঠিক করতে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে রাজ্য সরকার

নিউজ বাংলা লাইভ: রাজ্যের বিদ্যুত সরবরাহ ব্যবস্থাকে ঢেলে সাজাতে রাজ্য সরকার ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। বিদ্যুত উৎপাদন বৃদ্ধি, পরিবহণ খরচ কমানো, স্মার্ট মিটার বসানো সহ প্রযুক্তিগত উন্নতির জন্য এই টাকা ব্যবহার করা হবে। রাজ্যের বিদ্যুত মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে রাজ্যে সাড়ে ৯ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উৎপন্ন হলেও আগামী কয়েক বছরের মধ্যে আরও ৪ হাজার ১-শো মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তিনি বলেন, ২০২১-২২ অর্থ বছরে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি সচল রাখার জন্য যে পরিমাণ কয়লার প্রয়োজন ছিল রাজ্যের বিদ্যুত্ নিগমের হাতে থাকা কয়লা খনি গুলি থেকে তার ৭০ শতাংশ পাওয়া গেছে। দেহ চাপাচাপি জমিতে কয়লা উৎপাদন শুরু হলে রাজ্য সরকার বিদ্যুত উৎপাদনেও পুরোপুরি আত্মনির্ভর হয়ে উঠবে বলে বিদ্যুৎ আশাপ্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *