পাঁশকুড়াপূর্ব মেদিনীপুরবিনোদনব্রেকিং নিউজ

ফুলের দেশে মনের ক্যানভাসে,রং তুলিকে রাঙিয়ে নিতে Artistry Fusion এর উদ্যোগে পাঁশকুড়ার বিদ্যাসাগর উদ্যানে চলছে আর্ট ওয়ার্কসপ

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া:-ফুলের দেশে মনের ক্যানভাসে,রং তুলিকে রাঙিয়ে নিতে এক অভিনব উদ্যোগ Artistry Fusion এর।শীতের সময় বিভিন্ন ফুলের বাহারে পাঁশকুড়া হয়ে ওঠে ছবির মত সুন্দর। শীতকালে এখানে প্রকৃতি যেন নিজের আপন খেয়ালে রং তুলির ছোঁয়ায় ফুটিয়েছেন রঙিন ক্যানভাস। শীতের সময় পাঁশকুড়া এলে যেদিকেই চোখ যায় রংবেরঙের ফুলের অপার সৌন্দর্য। একদিকে ফুলের জন্য পাঁশকুড়া যেমন ছবির মত সুন্দর অন্যদিকে ঠিক তেমনি সুন্দর পাঁশকুড়ার বিদ্যাসাগর উদ্যান।

সেই পাঁশকুড়ার বুকে চিত্রশিল্পীদের নিয়ে সংগঠিত হলো প্রথম আর্ট ওয়ার্কশপ । পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর , হাওড়া, কলকাতা সহ প্রায় সারা বাংলা থেকেই জুনিয়র ও সিনিয়র মিলিয়ে ১৭৫ জন আর্টিস্ট এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছে। camlin কোম্পানি ও পাঁশকুড়া পৌরসভার সহযোগিতায় পাঁশকুড়ার বিদ্যাসাগর উদ্যানে এই ওয়ার্কশপটি সংঘটিত হচ্ছে।অনুষ্ঠানটির উদ্বোধন করেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারপার্সন নন্দ কুমার মিশ্র ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *