বীরভূমব্রেকিং নিউজরাজ্য

প্রাচীর তোলাকে কেন্দ্র করে বিক্ষোভ,শান্তিনিকেতনে

নিউজ বাংলা টুডে ডেস্ক : বছরখানেক আগে বিশ্বভারতীতে পাঁচিল তোলা কে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল এলাকা। স্থানীয়দের দাবি সেবারে কাউকে আগে থেকে না জানতে দিয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে বিশ্বভারতী শুরু করতে চেয়েছিল তাদের কাজ। মাঝে স্থগিত ছিল এতগুলো দিন। কিন্তু যেহেতু বিশ্বভারতী তাদের নিজস্ব কাজে অনড়। তাই পুনরায় প্রাচীর তোলার উদ্যোগ নেয় তারা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় শান্তিনিকেতনের সুরশ্রী পল্লীতে।

জন-সাধারণের চলতি রাস্তা আটকে আবারো শুরু হয় প্রাচীর তোলার কাজ। তাই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই প্রাচীর তোলা হলে তাদের যাওয়া আসার সমস্যা তৈরি হবে। কারোর অসুস্থতায় কোনও অ্যাম্বুলেন্স ভিতর পর্যন্ত আসতে পারবেনা তাই তাদের দাবি প্রাচীর তোলার কাজ অবিলম্বে বন্ধ করতে হবে, এই কাজ কিছুতেই হতে দেবেনা তারা। এলাকাবাসির দাবি রাস্তায় শুয়ে পড়বে তবু নেতা-পুলিশের গাড়ির বা অন্য কোনও কিছুর ভয়ে পিছিয়ে আসবেনা তারা। পূর্ব- পুরুষের আমলের ওই রাস্তায় কিছুতেই তারা অন্য কারোর দখলদারির কৌশল সহ্য করবেনা। প্রথমে তারা প্রশাসনের দপ্তরে চিঠি পাঠাবে , তার পরেও যদি কাজ না হলে পুনরায় আবারও বড়োসড়ো আন্দোলনের পথ বাছবেন সকলে মিলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *