পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুর জেলায় “পথশ্রী-৩” প্রকল্পের শুভ উদ্বোধন হল।

পূর্ব মেদিনীপুর: রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প পথশ্রীর মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ১২ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ হতে চলেছে যা, পশ্চিমবঙ্গে এ যাবতকালের সর্ববৃহৎ রাস্তা নির্মাণ প্রকল্প। এই প্রকল্পে সর্বমোট পশ্চিমবঙ্গ জুড়ে ব্যয় হবে চার হাজার কোটি টাকা। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলায় পথশ্রী 3 প্রকল্পে মোট ১০৬৫ টি নতুন রাস্তা তৈরি করা হবে, যার নির্মাণ কাজে ব্যয় ৩৪৯.৩১কোটি টাকা। যার মধ্যে পঞ্চায়েত সমিতি দ্বারা নির্মিত হবে ৩৫০.২৮৯ কিমি, বরাদ্দ ১১০.৬০ কোটি টাকা। পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন দপ্তর দ্বারা নির্মিত হবে ২৯০.৫৭২ কিমি, বরাদ্দ ১১৮.৪৬ কোটি টাকা এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দ্বারা নির্মিত হবে ৩১৯.৩৩৭ কিমি,নির্মাণে বরাদ্দ ১২০.২৫ কোটি টাকা।এদিন “পথশ্রী ৩” প্রকল্প এর সূচনা করেন করেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, উপস্থিত ছিলেন জেলা শাসক তানভির আফজল, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অনির্বাণ কোলে, জেলা পরিষদের সহসভাধিপতি সহ কর্মাদক্ষ্যগন।

জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মানবিক উদ্যোগে বিগত আর্থিক বছরে পেশ করা হয়েছিল। তিনি প্রথমেই জোর দিয়েছিলেন গ্রামীণ রাস্তা গুলো আরো উন্নত করতে হবে। রাস্তা উন্নত হলে গ্রামীণ মানুষের জীবনযাত্রা উন্নয়ন হবে। গ্রামীণ মানুষের অর্থনৈতিক বিকাশ হবে, সেই লক্ষ্য কে সামনে রেখেই পথশ্রী প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।আজ সেই স্বপ্ন বাস্তবে রূপায়িত হল এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে।” পাশাপাশি তিনি আরও বলেন, “আমরা পথশ্রী ৩ প্রকল্পের আওতায় পূর্ব মেদিনীপুরে রাস্তা জেলা পরিষদের সমস্ত আধিকারিক ও কর্মাধ্যক্ষরা উপস্থিত থেকে এই উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হল। ভার্চুয়ালি মাধ্যমে পূর্ব মেদিনীপুরের ২৫ টি পঞ্চায়েত সমিতি ২৫ টি ব্লক এবং ২৫ টি ব্লকের বিডিও ও পঞ্চায়েত সমিতির অধিকারিকেরা ছিলেন। ইতিমধ্যেই জেলা পরিষদ থেকে “পথশ্রী ৩” এর একটি সুসজ্জিত ট্যাবলো রওনা দিয়েছে, জেলার বিভিন্ন পঞ্চায়েত এলাকা গুলি তে প্রচার আভিযান চলবে।শুধু মাত্র “পথশ্রী ৩”প্রকল্পের আওতায় প্রায় ৯৫১ কিলোমিটার রাস্তা তৈরি হবে। এবং ২২৩টি গ্রাম পঞ্চায়েতে আনুমানিক দেড় হাজার কিলোমিটার রাস্তা নতুন করে তৈরি করা হবে। যার ফলে গ্রামীণ রাস্তার মান আরও উন্নত হবে বলে দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *