Breakingখেলাধুলা

পিয়ারলেস স্পোর্টস ক্লাবকে হারিয়ে একধাপ এগিয়ে গেলেন মোহামেডান স্পোটিং ক্লাব

নিউজ বাংলা লাইভ: কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবলে লিগে আজ মহামেডান স্পোর্টিং ২-১ গোলে পিয়ারলেস স্পোর্টস ক্লাবকে হারিয়ে দিয়েছে। মহামেডান স্পোর্টিংয়ের পক্ষে ডেভিড লাল হানসাঙ্গা ও সামাদ আলি মল্লিক এবং পিয়ারলেস এস সি র ইজরাফিল দেওয়ান গোল করেছেন। মহামেডান স্পোর্টিং পঞ্চম ম্যাচে চতুর্থ জয় পেল।তাদের সংগৃহীত পয়েন্ট ১২, সল্ট লেকের সেন্ট্রাল পার্কে অন্য ম্যাচে ডায়মন্ড হারবার এফ সি ১-০ গোলে ইউনাইটেড স্পোর্টসকে পরাজিত করেছে।দমদমে ভবানীপুর ক্লাব ২-১ গোলে রেলওয়ে এফ, সি, কে, ব্যারাকপুরে সাদান সমিতি ৩-১ গোলে টালিগঞ্জ অগ্রগামীকে হারিয়েছে। নৈহাটিতে আর্মি রেড ১- ০ গোলে কালীঘাট এম এসের বিরুদ্ধে জয়ী হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *