মালদাশীর্ষ খবর

পানীয় জলের সংকট! গরু মহিষের সাথে পুকুরের জল খাচ্ছে মানুষ

নিজস্ব প্রতিনিধি, মালদা:গ্রামে জল সমস্যা গরু মহিষের সাথে পুকুরের জল খাচ্ছে মানুষ। মালদার আদিবাসী অধ্যুষিত হবিবপুর এলাকার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের হালুয়া পাড়া গ্রামের নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। মানুষকে ইদারার জল খেতে হয়। জল স্তর নেমে গেলে খেতে হয় পুকুরের জল। আজকের দিনেও মানুষকে পুকুরের জল খেতে হয়। আর যার ফলে বিভিন্ন জলজনিত অসুখে আক্রান্ত হচ্ছে গ্রামবাসীরা। বারবার বিভিন্ন মহলে জানিও কোন লাভ হয়নি। কেন্দ্র সরকার সেখানে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কথা বলছেন, সেখানে অধ্যুষিত হাবিবপুর এলাকার এই পরিনতি? এলাকা বাসিন্দাদের মুখে উঠছে প্রশ্ন। ঘটনাটি জানার পরই দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ স্বপন মিশ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *