Breakingতমলুকব্রেকিং নিউজশীর্ষ খবর

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে সাংবাদিক দেবমাল্য বাগচী ও প্রতিবাদীকে গ্রেফতারের প্রতিবাদে তমলুক থানায় স্মারকলিপি প্রদান মানবাধিকার সংগঠন CPDRS এর

নিউজ বাংলা লাইভ : তমলুক ; পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের সাংবাদিক দেবমাল্য বাগচীর গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে মুক্তির দাবিতে, সংবিধানের বর্ণিত সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা অক্ষুন্ন রাখার দাবিতে এবং চোলাই-এর কারবার সহ সমস্ত ধরনের মদ মাদকদ্রব্য নিষিদ্ধ করার দাবি নিয়ে আজ মানবাধিকার সংগঠন সেন্টার ফর প্রটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস এন্ড সেকুলারিজম (সিপিডিআরএস)-এর পক্ষ থেকে তমলুক থানায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।প্রসঙ্গত গত ২৭ আগস্ট আনন্দবাজার পত্রিকায় একটি খবরের প্রতিবেদনকে ভিত্তি করে খড়গপুর থানার পুলিশ গত ৮ সেপ্টেম্বর ওই পত্রিকার সাংবাদিক দেবমাল্য বাগচী এবং চোলাই মদের বিরুদ্ধে প্রতিবাদী এক মহিলাকে গ্রেফতার করে এবং জনজাতি আইনে মামলা দেয়।এই ঘটনার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন। আজ তমলুক থানায় বিক্ষোভ ডেপুটেশন করল এই সংগঠন।

আজ এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক প্রদীপ দাস, ডাক্তার ললিত কুমার খাঁড়া, অধ্যাপক সঞ্জীব কুইল্যা, শিক্ষক তপন জানা, সূর্যকান্ত চক্রবর্তী, স্নেহাশীষ বক্সী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *