শীর্ষ খবর

পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের পর গ্রাম পঞ্চায়েতে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৭০ হাজার ৮১২

নিউজ বাংলা লাইভ: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের পর গ্রাম পঞ্চায়েতে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৭০ হাজার ৮১২। এরমধ্যে শাসক তৃণমূল কংগ্রেসের প্রার্থী থাকছেন ৬১ হাজার ৫৯১। সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। তাদের প্রার্থী সংখ্যা ৩৮ হাজার ৪৭৫। ৩৫ হাজার ৪১১ জন প্রার্থী নিয়ে সিপিআইএম রয়েছে তৃতীয় স্থানে। ১১ হাজার ৭৭৪ কংগ্রেস প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ১৬ হাজার ৩৩৫ জন। অন্যান্য প্রার্থী সংখ্যা ৬ হাজার ৬২।

অপরদিকে পঞ্চায়েত সমিতিতে মোট ৩১ হাজার ১৬ জনের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী আছেন ৯ হাজার ৪১৯ জন। বিজেপির ৭ হাজার ৩২, সিপিআইএম এর ৬ হাজার ৭৫২ এবং কংগ্রেসের প্রার্থী রয়েছেন ২ হাজার ১৯৭ জন। নির্দল প্রার্থী সংখ্যা ৩ হাজার ১৯৩৫।অন্যদিকে, জেলা পরিষদের ৪ হাজার ৪৬৭ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৯২৮ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিজেপি লড়াই করছে ৮শো৯৭ টি আসনে। ৭৪৭ টি আসনে সিপিআইএম এবং ৬৪৪ টি আসনে কংগ্রেসের প্রার্থী রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *