Breakingপটাশপুরব্রেকিং নিউজশীর্ষ খবর

নদী উপচে হু হু করে জল ঢুকছে।প্লাবিত পটাশপুরের বহু গ্রাম

নিউজ বাংলা লাইভ : পটাশপুর, পূর্ব মেদিনীপুর;নদী উপচে হু হু করে জল ঢুকছে দুই জেলায়।বাঘুই নদীর জলে প্লাবিত পটাশপুরের বহু গ্রাম। একদিকে রবিবার রাত থেকে টানা বর্ষণ অন্যদিকে পড়শি রাজ্যে ভারী বৃষ্টির ফলে একাধিক জলাধার থেকে জল ছাড়া হয়েছে ফলস্বরূপ বাগুই ও কেলেঘাই নদী উপচে জল ডুকছে পটাশপুর ১ নং ও পটাশপুর ২ নং ব্লকের চকগোপাল প্রদিমা বাল‍্যগোবিন্দপুর, চক্রশুল,পানিয়া সহ বহু গ্রামে। নদীর জলে প্লাবিত বেশ কয়েকটি গ্রাম

ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিচ্ছেন এলাকাবাসীরা। বেশ কিছু মাটির বাড়িতে জল ঢুকে গেছে। রাস্তাঘাট চলে গেছে জলের তলায়। ডুবে গেছে বহু পুকুর। ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা চাষের জমি। ইতিমধ্যেই বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে শুরু করেছে অন্যের বাড়িতে বা উঁচু জায়গায়। প্রশাসনের তরফে প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ শিবির। আজ সকাল থেকে বন‍্যা পরিস্থিতি খতিয়ে দেখেন পটাশপুর ২ নং ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস আগামী কয়েক ঘন্টায় পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা করছেন পটাশপুরের মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *