দক্ষিণ দিনাজপুরব্রেকিং নিউজ

দ: দিনাজপুরে সর্বপ্রথম পিঠেপুলি উৎসব,পৌষ পার্বণের আগেই আনন্দে মাতলো জেলাবাসী

বিদ্যুৎ কুমার মাহাতো,হিলি : বাঙালির বারো মাসে তেরো পার্বণ! আর এই বিভিন্ন রকম পার্বণকে ঘিরে চলতে থাকে বিভিন্ন রকমের আয়োজন। এক একটি পার্বণের জন্য থাকে নির্দিষ্ট রকম খাবারের তালিকা। সামনেই পৌষ পার্বণ, মানেই এগিয়ে আসছে পিঠেপুলি খাওয়ার দিন। পৌষ পার্বনকে ঘিরে বাঙালির খাওয়া দাওয়ায় যোগ হয় নানা রকমারির পিঠে। জানা অজানা হরেক রকম পিঠের স্বাদ গ্রহণে মেতে ওঠে বাঙালি। চারিদিকে চলতে থাকে নানা অনুষ্ঠান।

সেই মতোই এবার প্রথমবার দক্ষিণ দিনাজপুরে সর্বপ্রথম আয়োজিত হলো পিঠে পুলি উৎসব।এই উৎসবকে ঘিরে ব্যাপক উল্লাসিত জেলাবাসী। উৎসবকে কেন্দ্র করে উৎসাহিত হয় জেলার প্রতিটি সাধারণ মানুষ।

জেলায় প্রথমবারের মতো হিলি থানার শ্রীরামপুরে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো পিঠে পুলি উৎসব।

এদিন উৎসবে উপস্থিত ছিলেন এলাকার স্বনামধন্য ব্যক্তিত্বসহ উদ্যোক্তাগন ও সাধারণ মানুষ। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অতিথি সহ সাধারণ জনগণ । এই অভিনব আয়োজনকে কেন্দ্র করে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাথে বিভিন্ন সম্মান প্রদান সহ মনোরঞ্জনগড় নাটকও উপস্থাপিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *