তমলুকনিমতৌড়িপূর্ব মেদিনীপুর

দেশ সেবায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা অনুদীপ ফাউন্ডেশন।

পূর্ব মেদিনীপুর : ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে এসে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা অনুদীপ ফাউন্ডেশন। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতিতে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিরা দেশাত্মবোধক নাচ গানে মাতিয়ে তোলেন। এদিন নিমতৌড়ির তমলুক উন্নয়ন সমিতিতে অনুদীপ ফাউন্ডেশন ১৪ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার এবং ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে কৃত্রিম হাত পা তুলে দেন। অনুদীপ ফাউন্ডেশন এর এই উদ্যোগে খুশি প্রতিবন্ধী ব্যক্তিরা।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সমাজ কল্যান আধিকারিক সুদীপ্ত বিশ্বাস, নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির সম্পাদক যোগেশ সামন্ত, অনুদীপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক অপু গায়েন, দেবাশীষ বারিক, মিজানুর মন্ডল প্রমুখ। অনুদীপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক অপু গায়েন বলেন, “প্রতিবন্ধী ভাইয়েরা যাতে স্বনির্ভর হতে পারে সারা ভারতবর্ষ জুড়ে আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য দেশজুড়ে প্রতিবন্ধী ভাইদের প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *