রাজ্য

দূষণ নিয়ন্ত্রণে ১৫ বছরের পুরনো প্রায় ১১ হাজার যানবাহন বাতিল করল রাজ্য সরকার

নিউজ বাংলা টুডে ডেস্ক: দূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকার ১৫ বছরের পুরনো প্রায় ১১ হাজার সরকারি যানবাহন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এইজন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রথম দফায় বিভিন্ন সরকারি গ্যারেজে পড়ে থাকা একশটির বেশি সরকারি বাসকে বাতিল করে সেগুলো করে ফেলার কথা ভাবা হয়েছে বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে। নম্বর ধরে বাকি গাড়িগুলিকে চিহ্নিত করার কাজ অনেকটাই এগিয়েছে বলেও সূত্রের খবর। ধাপে ধাপে সেই সব যানবাহন বাতিল প্রক্রিয়া শুরু করা হবে। এগুলি রাস্তা থেকে তুলে নেওয়ায় গণপরিবহনে যেন কোন সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে নতুন সিএনজি ও ব্যাটারি চালিত বাস কেনার কথাও ভাবা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *