দার্জিলিংব্রেকিং নিউজ

তুমুল বৃষ্টিতে সমতল ও পাহাড়ের একাধিক জায়গায় ধ্বস নেমেছে।

স্বপন পাল ,দার্জিলিং:- তুমুল বৃষ্টিতে সমতল ও পাহাড়ের পাহাড়ের একাধিক জায়গায় ধ্বস নেমেছে। আজ সকাল থেকেই বন্ধ থাকল শিলিগুড়ি সিকিম যাওয়ার রাস্তা। রবিবার মধ্যরাতে প্রবল বৃষ্টিপাত হয় কালী ঝোরার কাছে 10 নম্বর জাতীয় সড়কে।ধসের কবলে পড়ে সিকিম কালিম্পং এর 10 নম্বর জাতীয় সড়ক। শনিবার বেশ কয়েক জায়গায় ধ্বস নামে ভোরের দিকে ।ফলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যানচলাচল। লম্বা লাইন লেগে যায় রাস্তার দুই ধারে গাড়ির । খবর পাওয়া মাত্র জাতীয় সড়ক কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় । কাজ শুরু হয় এদিন জে সি বি কাজ শুরু করে সকাল আটটা নাগাদ তবে ধসের কারণে একটু বিলম্ব হয় পর্যটকরা ও নিত্যযাত্রীরা পায়ে হেঁটে বিধ্বস্ত এলাকা পার হন।অন্যদিকে মাটিগাড়ার কাছে বালাসন ব্রিজ এর ডাইভারশন হিউম পাইপের তৈরি ব্রিজটি প্রবল স্রোতে ভেসে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *