তমলুকপূর্ব মেদিনীপুরশীর্ষ খবর

তমলুকে লক্ষ্মী রূপে পূজিত হল সরস্বতী

নিজস্ব প্রতিনিধি, তমলুক: আজ রীতি মেনে বাংলার আনাচে-কানাচে চলছে বাগদেবীর আরাধনা। লক্ষ্মী বারে বিদ্যা দেবীর আরাধনায় যখন মেতেছে গোটা বাংলা, তখনই সমাজকে এক অন্য বার্তা দিতে তমলুকে পূজিত হলেন লক্ষ্মী রূপী সরস্বতী। লক্ষী হাড়ি ,লক্ষীর সরায় ভেসে উঠলো সরস্বতীর চেহারা। তাম্রলিপ্ত পৌরসভার গুছাইৎ পরিবারে বানিব্রত থিমে চললো বিদ্যা দেবীর আরাধনা।

কথায় বলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! তবু সমাজের কাছে আজও লক্ষ্মী রূপেই টিকে থাকে বেশিরভাগ নারীর অস্তিত্ব। বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্মী মন্ত মেয়ে,লক্ষ্মী মন্ত বৌমার আড়ালে সামাজিক চাহিদা মেটাতে দুমড়ে বেঁচে থাকতে হয় সরস্বতীর গুনকে। তাই এবারে সমাজকে এক অন্যরকম বার্তা দিতে তমলুকের গুছাইৎ পরিবারে পূজিত হলেন লক্ষ্মী রূপে সরস্বতী। লক্ষিবারে লক্ষ্মী রূপী স্বরস্বতীর ভিন্ন রূপ দেখতে ভিড় জমালেন দর্শনারথী। এক অন্যরূপে দেখা মিলল বিদ্যাদেবীর। পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার অন্তর্গত ১৪ নং ওয়ার্ডের উত্তর চড়া শঙ্করআড়া এলাকার গুছাইৎ পরিবারে রীতি মেনে চললো বাগদেবীর আরাধনা। এবছর ২৩তম বর্ষে পদার্পণ করলো এই পূজো। সারা বছরই প্রায় এই দিনটির অপেক্ষায় থাকে গুছাইৎ পরিবারের সকল সদস্যরা। আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধুবান্ধবরা মেতে উঠেন এই পূজোর দিনটিতে। পরিবারের সদস্যদের নিয়ে চলে নাচ, গান, আবৃত্তি, নাটক সহ নানা অনুষ্ঠান। প্রতিবছর সমাজকে বার্তা দিতে পূজোর মন্ডপ তুলে ধরা হয় বিভিন্ন থিমের আঙ্গিনায়। তাদের এই বছরের থিম “বানীব্রত..” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *