খেলাধুলাজেলাতমলুকপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে শুরু হল তাম্রলিপ্ত কাপ

নিজস্ব প্রতিনিধি, তমলুক : মাসখানেক আগে থেকেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছিল তমলুক শহর জুড়ে। তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দান এলাকায় যেন সাজসাজ রব। ১৪তম বর্ষের তমলুক খেলাঘরের উদ্যোগে তাম্রলিপ্ত কাপ যা তমলুক শহরবাসীর কাছে আবেগ, তাম্রলিপ্ত কাপ দেখতে আজও তমলুকের রাখাল মেমোরিয়াল ময়দানে ক্রীড়াপ্রেমী মানুষজনের ঢল যা বেশ চোখে পড়ার মতো। তবে এই খেলা একমাস না করে, কমিয়ে মাত্র ৮ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। কারণ, করোনা পরিস্থিতি কথা মাথায় তাম্রলিপ্ত কাপ খুব দীর্ঘায়ু না করে সীমিত কয়েকদিনের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিল, এবছরও মাত্র আট দিনের মধ্যেই এই টুর্নামেন্ট শেষ হবে বলে জানায় সম্পাদক গোপাল সামন্ত। রবিবার তমলুকের রাখাল মেমোরিয়াল ময়দানে তাম্রলিপ্ত কাপ এর শুভ উদ্বোধন করেন তাম্রলিপ্ত পৌরসভার মুখ্য পৌর প্রশাসক দীপেন্দ্র নারায়ণ রায়, চিত্ত রঞ্জন মাইতি, গৌরাঙ্গ কুইল্যা, চঞ্চল কুমার খাড়া, দিব্যেন্দু রায় সহ ক্রীড়া জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *