তমলুকপূর্ব মেদিনীপুরশীর্ষ খবর

জেলার ঠিকাদারদের কাজ না দেওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ বিদ্যুৎ ভবনে

নিজস্ব প্রতিনিধি, তমলুক:পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যুৎ দপ্তরের যেসব ঠিকাদারেরা রয়েছে তারা সারা বছর ধরে কাজ করে। সে আমফান ঝড় হোক, আর ফণী ঝড়-ই হোক বা প্রাকৃতিক বিপর্যয় হলে বিদ্যুতের তার সহ বিদ্যুতের একাধিক ক্ষয়ক্ষতি হয়। সেই সময় দ্রুত তার সঙ্গে সারাইয়ের কাজ করে দিতে হয় এইসব ঠিকাদারদের। পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যুৎ স্বাভাবিক রাখতে এইসব ঠিকাদারদের ওপরই নির্ভর করতে হয় বিদ্যুৎ দপ্তরকে।

RDSS এর টেন্ডার বাতিল করার পাশাপাশি সারা বছর জেলায় ২০০০ এরও বেশি ঠিকাদারদের রুটি-রুজিতে আঘাত করতে চাইছে WBSEDCL এমনটাই অভিযোগ ঠিকাদারদের। সোমবার পুরনো জেলা শাসকের দপ্তর থেকে মিছিল করে তমলুকের বিদ্যুৎ দপ্তর বিজলি ভবনে রাজ্য বিদ্যুৎ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন পূর্ব মেদনীপুর ইউনিটের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি না মানলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে এমনটাই জানালেন ঠিকাদার সংস্থার নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *