মালদাশীর্ষ খবর

জাল দলিলে জবরদস্তি ভূমি দখল! রেষারেষির জেরে গুরুত্বর আহত দুই ভায়ের পরিবার

নিজস্ব প্রতিনিধি, মালদা:জাল দলিল তৈরি করে বাড়ি সহ জমি জবর দখলের অভিযোগ উঠেছিল এক ভাইয়ের বিরুদ্ধে। এর বিরুদ্ধে প্রতিবাদ করে শরিকই আরেক ভাই। আর এই প্রতিবাদ করতে গিয়ে হামলার মুখে পড়ে অভিযোগকারী ভাই। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার হাট খোলায়। গতকাল শুক্রবার রাত্রে বেলা লাঠি হাতে অভিযুক্ত দুই ভাই তাদেরই মাসির দুই ছেলের উপর আক্রমণ করে। ভাঙচুর চালায় মাসতুতো ভাইয়ের দোকানে। সমস্ত ঘটনা ধরা পড়ে সিসিটিভি ফুটেছে। এই ধরনের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। এদিকে এই ঘটনায় দুই পক্ষেরই মোট দুজন গুরুতর আহত হয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি। এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে হরিশ্চন্দ্রপুর থানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে হরিশ্চন্দ্রপুর থানা পাড়া এলাকার বাসিন্দা অর্জুন কেশরী এবং রাম চন্দ্র কেশরী সপরিবারে হরিশ্চন্দ্রপুর থানার সামনে তাদের দাদু দিদিমার বাড়িতে বসবাস করত। দাদু দিদিমা মারা যাওয়ার পরে এই বাড়ি তারা দখল নেয়। কিছু দিন পূর্বে এই বাড়ি ভাঙতে শুরু করে অর্জুন এবং রামচন্দ্র। এর পরে তাদের প্রতিবেশী তথা মাসতুতো দুই ভাই বাসকি কেশরী এবং সোনু কেশরী থানায় অভিযোগ দায়ের করে যে জাল দলিল তৈরি করে অর্জুন এবং রামচন্দ্র তাদের দাদু দিদিমার সম্পত্তি জবর দখল করেছে। এই নিয়ে চাঁচল আদালতে মামলাও করা হয়। আদালত বাড়ি ভাঙ্গার ওপর স্থগিতাদেশ জারি করে। এরপরই শুরু হয় গন্ডগোলের সূত্রপাত। বন্ধ হয়ে যায় বাড়ি ভাঙ্গা। তারপরে মাসতুতো দুই শরিক লাগাতার গন্ডগোলে জড়িয়ে পড়ে। গতকাল রাতে এই শরিকি চরম আকার ধারণ করে। অভিযোগ এদিন রামচন্দ্র ও অর্জুন প্রতিবেশী তথা মাসতুতো ভাই বাসকি এবং সনু কেশরীর দোকানে হামলা চালায়। ভাঙচুর করে দেওয়া হয় দোকানের জিনিসপত্র। তাদের বাধা দিতে আসলে লাঠির আঘাতে গুরুতর আহত হয় সোনু কেশরী। ভাইদের পাল্টা আঘাতে গুরুতর আহত হয় রামচন্দ্র কেশরী। এদের দুইজনকেই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে দুই পক্ষই। সমস্ত ঘটনা দোকানের সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে। এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *