দেশস্পেশাল

জলদস্যুদের হাত থেকে বাংলাদেশী নৌবহর রক্ষা করল ভারতীয় নৌবাহিনী।

সোমালিয়ার জলদস্যুদের প্রতিহত করে বাংলাদেশী জাহাজ উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী। ছেকে ধরেছিল জলদস্যুরা। সোমালি আর জলদস্যুদের হাত থেকে প্রায় ১৭ হাজার নাবিক এবং সাধারণ মানুষকে রক্ষা করল অকুতোভয় ভারতীয় নৌ বাহিনী। ভারতীয় নৌবাহিনীর চাপে পড়ে প্রায় ৩৫ জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সাবেক টুইটারে এই তথ্য জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। এমভিরুইন নামের এই পতাকা বাহি জাহাজটিকে ভারতীয় উপকূল থেকে উদ্ধার করা হয়েছে। এই জাহাজটিকে ছিনতাই করা হয় গতবছর ডিসেম্বর মাসে। ভারত মহাসাগর থেকে এই বাংলাদেশি জাহাজটিকে নিজেদের দখলে নিয়েছিল সোমালিয়ার জলদস্যুরা। গত শুক্রবার প্রথম এই জাহাজটিকে হস্তগত করে ভারতীয় নৌবাহিনী এরপর জলদস্যরা সকলেই আত্মসমর্পণ করে। এই জাহাজে কোন গোলাবারুদ কিংবা মাদক ছিল কিনা তা তল্লাশি করে দেখা হচ্ছে।

সেই ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ভারতীয় নৌবাহিনী ছিনতাই ছিনতাই এর চেষ্টা এবং সন্দেহজনক গতিবিধির ঘটনার ১৭ টি বিষয়ে সফলতা লাভ করেছে। ভারত মহাসাগর অঞ্চলে ডিসেম্বর মাসেই তিনটি ছিনতাই এর ঘটনায় লাগাতার সাফল্য পেয়েছে ভারতীয় নৌবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *